রূপসায় নিয়ামুল হত্যার ঘটনায় মামলা : হান্নান বাহিনীর ৪ সদস্য আটক

প্রকাশঃ ২০১৭-১১-০২ - ০১:২২

রূপসা : খুলনার রূপসা উপজেলার দেয়াড়া এলাকায় গত ৩০ অক্টোবর শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় নিহত নিয়ামুল করিমের পিতা সাইদুল করিম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ৩১ অক্টোবর রাতে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায় গত ৩০ অক্টোবর দেয়াড়া এলাকার হান্নান বাহিনীর প্রধান হান্নান সহ ১২/১৩ জন দুর্বৃত্ত হান্নানের অবৈধ ব্যবসার ম্যানেজার নিয়ামুলকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে ৩১ অক্টোবর সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ামুল মারা যায়। এ ঘটনায় ঐ দিন রাতে নিহতের পিতা ঘটনার মূল নায়ক হান্নান বাহিনীর প্রধান হান্নান কে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। রাতে রূপসা থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত আসামী খায়রুল (৩২), নাদিম (৩০), মনিরুল (৩৭), সাইফুল (৩২) কে দেয়াড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত আ: রহমান জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে নিয়ামুলকে হত্যা করা হয়েছে। ধৃত আসামীদেরকে কোর্ট হাজতে প্রেরণ করে তাদের ৫ রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা, বাহিনী প্রধান হান্নান শিকদার এখনো পলাতক রয়েছে।