ঢাকা অফিস : রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যায় তিনজনের চারদিন করে রিমান্ড দিয়েছে আদালত। এই ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন জেলায় সোমবারও গণপিটুনির শিকার হয়েছে ১৭ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এরমধ্যে রয়েছেন রাজশাহীতে চার এনজিওকর্মী, চট্টগ্রামে তিনজন ছাগল ব্যবসায়ী, বগুড়ায় ৪ যুবক, কুষ্টিয়ায় এক নারী ও মাদারীপুরে দুই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।