শোভনালী বাগদা ক্লাস্টারের ঘের খনন কাজ চলছে

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১৪:০৩

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মৎস্য দপ্তরের সহযোগিতায় বাগদা ক্লাস্টারের মৎস্য ঘেরে বাগদা চাষ সফল করতে ঘের খনন ও বাঁধ নির্মান কাজ এগিয়ে চলেছে। উপজেলার শোভনালী ইউনিয়নে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় শোভনালী ইউনিয়নের খলিসানী বাগদা ক্লাস্টারে ২৫টি মৎস্য ঘের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ঘেরকে বাগদা চাষের জন্য প্রস্তুত করতে ঘের মালিকরা ঘেরের মাটি খনন ও বাঁধ নির্মান কাজ করছেন। ১৫টি ঘেরের কাজ অর্ধেক (৫০%) পর্যন্ত শেষ হয়েছে। বাকীগুলোর কাজও দ্রুত শেষ হবে। প্রত্যেকটি ঘের ১ বিঘা থেকে ৫ বিঘা আয়তনের। বাঁধ নির্মান কাজ শেষ হলে মাছ চাষের জন্য ঘের প্রস্তুত করণ, প্রয়োজনীয় বাগদা চিংড়ী ছাড়া ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হবে প্রকল্পের অর্থায়নে। দীর্ঘ একটি বছর ঘেরে পরিচর্চা, প্রয়োজনীয় মাছের রেণু সরবরাহ ও উপকরণ প্রদানসহ সার্বিক দিক মনিটরিং করবে উপজেলা মৎস্য বিভাগ।

কাজের অগ্রগতি দেখতে সোমবার সরেজমিন গমন করেন, সিনি: উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সহকারী মৎস্য অফিসার মো: মোস্তাাফিজুর রহমান, মেরিণ ফিসারিজ অফিসার রত্না সাহা।