শ্যামনগর খানপুরে মানবিক ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৩:৪৯

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে খানপুর বাসস্ট্যান্ড নামক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় স্বেচ্ছাসেবী ওমর ফারুক ও তাঁর সহকর্মীদের নেতৃত্বে এই মানবিক মানবতার কার্যক্রমে যাত্রা শুরু হয়। ওই সময় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, ফ্রী মেডিকেল ক্যাম্প, ফ্রী রক্তের গ্রুপ, ফ্রী রক্ত প্রদান করা, দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা করা, অসহায় মানুষের শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ মো: তাফরীজ জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন, কালিগঞ্জ রোকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। সম্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি ও সদর চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ শ্যামনগর মহসীন কলেজ নাজিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ডক্টর আনসার আলী মোড়ল, শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার মো: আরিফুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির প্রমুখ। অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাস্পে রোগীদের সেবা প্রদান করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার মাখদুমজাহান রানা। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শ্যামনগর উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার আকবার হোসেন, গ্রাম ডাক্তার মুবাশ্বের হোসেন মানিক, আয়ুব আলী স্বাস্থ্য সেবা কাজে নিয়োজিত ছিলেন।