সাংবাদিক আব্দুল মতিনের নামে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ১৭:৫৯

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের হারুন- অর- রশিদের জামাতা মাদক সম্রাট সদর উপজেলার আগরদাড়ী গ্রামের ইনছান আলীর ছেলে ইউনুছ আলীর বিরুদ্ধে একাধিক বিভিন্ন পত্র পত্রিকা ও অন লাইন প্রটোকলে মাদকের সংবাদ প্রকাশিত হওয়ার তার স্ত্রী মাদক ব্যবসায়ী মর্জিনা খাতুনকে বাদি করে গত ২ জানুয়ারী বিঞ্চ আমলী ৬নং আদালতে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি সাংবাদিক আব্দুল মতিনসহ ৮জনকে আসামী করে মনগড়া মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাব।
অবিলম্বে মিথ্যা মামলা প্রতাহার করা ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ সভাপতি হাসান মাসুদ পলাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দফতার সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবার আলী, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম লিটন এবং মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ।