সাতক্ষীরায় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ১৬:২১

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে একটি অস্ত্র ও ১৫০ পিচ ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে শনিবার রাতে সদর উপজেলা কাথন্ডা বাজার থেকে অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, সদর উপজেলার খলিলনগর গ্রামের আহসান সরদারের ছেলে গোলাম সরোয়ার (৪০) ও শহরের ইটাগাছা এলাকার সামছুদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৫০)।
তবে, এ ব্যাপারে গ্রেফতারকৃত গোলাম সরোয়ার জানান, তিনি কোন দোষী নন। রবিউল ইসলাম তাকে ফাঁসিয়ে দিয়েছেন।
এদিকে, একই সময়ে সদর উপজেলার সাতানী মোড় থেকে ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ভবানীপুর গ্রামের মৃত হোসেনুর রহমান ছেলে মিজানুর রহমান।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার কাথন্ডা বাজার ও সাতানী মোড়ে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ উক্ত তিন জনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।