সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ, কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১৩:৫৭

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ও সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে মফিজুর রহমান শিমুল (৩২) নামের ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ৬০ কেজি চিংড়ি মাছ। রোববার বেলা আড়াইটায় শহরের ফুড অফিস মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। আটক চিংড়ি ব্যবসায়ীকে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য অফিসার মোখলেসুর রহমান জানান, ফুড অফিস মোড়ের একটি পরিত্যক্ত ভবন ভাড়া নিয়ে চিংড়িতে জেলি ও রাসায়নিক পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মফিজুর রহমান শিমুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাটিতে পুতে নষ্ট করা হয়েছে।