সাতক্ষীরায় দুই লক্ষ ৩০ হাজার ২৯৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

প্রকাশঃ ২০১৭-১২-২১ - ১৩:৫৬

রাহাত রাজা, সাতক্ষীরা: আগামী ২৩ ডিসেম্বর শনিবার সাতক্ষীরার দুই লক্ষ ৩০ হাজার ২৯৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।  এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান জানান, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দুই হাজার ৩১টি কেন্দ্রে দুই লক্ষ ৩০ হাজার ২৯৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৭৫২জন শিশুকে নীল রঙের ও দুই লক্ষ ৫ হাজার ৫৪৬জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কাজে ৬২১ জন সরকারি স্বাস্থ্য কর্মীর পাশাপাশি ২১৮জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ও চার হাজার ৬২জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

কর্মশালায় দেশে ভ্যাকসিনেশন কর্মসূচি চালু হওয়ার পর রোগ ব্যাধি কমে গেছে উল্লেখ করে আরও বলা হয়, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। রাতকানা রোগীর সংখ্যা বেড়ে যায়। ত্বকের শুষ্কতা কমে যায়। সর্বোপরি শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতা হৃাস পায়।

এ সময় সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. ফরহাদ জামিলের সভাপতিত্বে প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার।