সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭১

প্রকাশঃ ২০১৮-০২-০৬ - ১৪:০৮

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক আহাদুজ্জামান আরজেদ ও তাঁতীদলের সাধারন সম্পাদক নসির উদ্দীন এবং বিএনপি-জামায়াতের ৪৪ নেতা-কর্মীসহ ৭১ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৩ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৩ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৭ ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) মারুফ আহমেদ জানান, আগামী ৮ তারিখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায়কে বানচাল করার জন্য সদর থানার ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা মাঠের পাশে নাশকতার পরিকল্পনা করার সময় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আহাদুজ্জামান আরজেদসহ বিএনপি-জামায়েতের ১৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।