সাতক্ষীরা : সাতক্ষীরায় সাত বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করেছে প্রতিবেশি আইসক্রিম বিক্রেতা সামছুর রহমান (৫০)। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কুখরালি গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুখরালি গ্রামের নির্যাতিত শিশুর পিতা জানান, সন্ধ্যার দিকে তার মেয়ে পাশ্ববর্তী আইসক্রীম বিক্রেতা ও প্রতিবেশি দাদা সম্পর্কের লম্পট সামছুর রহমানের বাড়িতে যায় আইসক্রীম কিনতে। এ সময় তার বাড়িতে কেউ না থাকায় সুকৌশলে লম্পট সামছুর রহমান তার মেয়ে ঘরের ভিতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এরপর ঘটনাটি সে বাড়িতে এসে বললে তাকে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লম্পট সামছুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ তার বাড়িতে কয়েকদফা অভিযান চালিয়েছে