সাতক্ষীরা : কদবেল খেতে দেওয়ার কথা বলে সাড়ে ছয় বছরের এক কন্যা শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে তাকে জোর করে ধর্ষনের চেষ্টা করে এক যুবক। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে থানায় খবর দিলে ধর্ষন চেষ্টাকারী লম্পট যুবক আনারুল ইসলামকে (৩০) আটক করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ায় এ ঘটনাটি ঘটেছে । আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি আরো জানান, সাড়ে ছয় বছরের কন্যা শিশুটি মধ্যকাটিয়ায় তার খালা মাহফুজা বেগমের বাসায় থাকে। প্রতিবেশি আনারুল ইসলাম তাকে কদবেল খেতে দেওয়ার প্রলোভন দেখায়। মেয়েটি সরল বিশ্বাসে তার কাছে গেলে সে তাকে ঘরে ডেকে নিয়ে যায়। সেখানেই সে তাকে জোর করে ধর্ষনের চেষ্টা করে। এতে মেয়েটি শারীরিকভাবে আহত হয়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে আনারুল তাকে ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে আটক করে।