সাতক্ষীরায় সেতুমন্ত্রী আসছেন: চলছে রাস্তা সংষ্কারের তোড়জোড়

প্রকাশঃ ২০১৭-১২-১১ - ২১:৩৩

সাতক্ষীরা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাতক্ষীরায় আসছেন। তাই চলছে রাস্তা সংষ্কারের তোড়জোড়। কোথাও সড়কে জমে থাকা পানি সেচ দিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী। কোথাও কোথাও চলছে জোড়াতালি। লোকে দেখে হাসছেন। আর বলছেন, এতোদিন পরে সড়ক ও জনপথ বিভাগের ঘুম ভাঙলো। ঠিক এ পরিস্থিতি এখন সাতক্ষীরা জেলা জুড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাতক্ষীরা সফরকে ঘিরে এ দৃশ্যের অবতারণা হয়েছে সাতক্ষীরায়।
সাতক্ষীরা-আশাশুনি সড়কের সাতক্ষীরা পৌরদিঘীর পাড়ে সোমবার বিকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা পৌরসভার একটি ট্রাক ব্যবহার করে সড়ক মেরামতে ব্যস্ত।
তাদেরই একজন বলেন, এখন কথা বলার সময় নেই। একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। এখনও অনেক কাজ। ঠিক একইভাবে সাতক্ষীরা-যশোর সড়কের কোথাও কোথাও জোড়াতালি আর কোথাও কোথাও পানি সেচ দিয়ে শুকাতে ব্যস্ত সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা।
এ দিকে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-উর-রশীদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালের ফ্লাইটে দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করতে সাতক্ষীরায় আসছেন। বেলা ১১টায় তিনি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর আড়াইটায় দুপুরের খাবার শেষে তিনি সার্কিট হাউজে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেবেন
উল্লেখ্য ঃ সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-খুলনা সড়কের বিজিবি ক্যাম্প, আঠারো মাইল এলাকা, সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর-মুন্সীগঞ্জ, সাতক্ষীরা-আশাশুনিসহ সাতক্ষীরা পৌরসভসাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর-মুন্সীগঞ্জ, সাতক্ষীরা-আশাশুনিসহ সাতক্ষীরা পৌরসভার সবকটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে গত তিন বছর ধরে মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পোহাচ্ছে।