সাতক্ষীরায় ৬ পিচ স্বর্ণের বিস্কুট সহ পাসপোর্ট যাত্রী আটক

প্রকাশঃ ২০১৮-০১-০৬ - ২১:৩৭

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা ন্থল বন্দর কাষ্টমস থেকে ৬ পিচ স্বর্ণের বিস্কুটসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক রেছে কাস্টমস বিভাগ। আজ শনিবার সকালে তাকে কাষ্টমস হাউজ থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পাসপোর্ট যাত্রীর নাম ফারুক হোসেন হাওলাদার (৩৬)। সে মাদারীপুর জেলার শিবচর থানার কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে।

সাতক্ষীরা কাস্টমসের সহকারি রাজস্ব অফিসার বিকাশ বড়–য়া জানান, ফারুক হোসেন নামের এক পাসপোর্ট যাত্রী শনিবার সকালে ভারতে যাবার জন্য ভোমরা কাস্টমসে আসেন। তার আচরনে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস বিভাগ। এ সময় তার স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় সেট করা ছয়টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয় । আটক পাসপোর্ট যাত্রী ফারুক হোসেনের পাসপোর্ট নম্বর অঋ ০৮৩৪৮৭৯। পরে ফারুক হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।

উল্লেখ্য ঃ এর আগে গত ১ জানুয়ারি ১৫ টি সোনার বার স্যান্ডেলের মধ্যে একই ভাবে বিশেষ কায়দায় সেট করে ভারতে পাচারকালে ভোমরা স্থল বন্দরে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।