প্রেস বিজ্ঞপ্তিঃ করোনা ভাইরাস সংক্রমনের বর্তমান সময়ে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি- সিএসএস এর শিক্ষা সেক্টরের এর উদ্যোগে করোনা ভাইরাস এর জরুরি পরিস্থিতিতে খুলনা সিটি কর্পোরেশনের ১৮, ২১ ও ২৫ নং ওয়ার্ড এলাকার ৫নং কাস্টমঘাট বস্তি ,বানরগাতি, আল-আমিন মহল্লা সহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের দরিদ্র অসহায় ৪৪০ টি পরিবারের মাঝে জরূরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবন ও সাবান।
প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরন করে, ০৮ জুলাই বুধবার সকাল ৯টায় সিএসএস হোম আব ব্লেসিংস, গল্লামারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪৪০ টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। কার্যক্রমে ঝেলা প্রশাসনের পক্ষে উর্দ্দতন সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে সিএসএস এর পক্ষে উপস্থিত ছিলেন বিধান চন্দ্র দাশ-পরিচালক অ্যাডমিন (ভারপ্রাপ্ত), জেমস অজয় চৌধুরি-পরিচালক শিক্ষাসহ অন্যান্য কর্মীবৃন্দ।