খুলনা : সুন্দরবনের মালঞ্চ নদীর টাটের ভাড়ানী এলাকা থেকে জলদস্যু নূর আলম বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার ও অপহৃত ১৭ জন জেলেকে উদ্ধার করেছে র্যাব-৬ খুলনার একটি টিম। বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃতরা হলো মোঃ খাইরুল গাজী (২০) ও মোঃ সেলিম গাজী (২২)। তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। এছাড়া জলদস্যু কর্তৃক অপহৃত ১৭ (সতের) জন সাধারণ জেলে ও কাঁকড়া চাষীদের সুন্দরবনের ভিতর হতে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আহত জেলেদের মুন্সিগঞ্জ ক্যাম্পে নিয়ে এসে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
গ্রেফতারকৃত দুই জলদস্যুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১০/১২ দিন আগে মালঞ্চ ও কলাগাছিয়া নদীর বিভিন্ন খাল হতে উক্ত ১৭ (সতের) জন সাধারন জেলেদের অপহরণ করা হয় এবং তাদের পরিবারের কাছ থেকে বিভিন্ন অংকের মুক্তিপনের টাকা দাবি করা হয়। আটককৃত জলদস্যুদেরকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।