যশোর : সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্য পরিচয় দিয়ে জন সাধারণের সাথে প্রতারণা করার অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে নড়াইল জেলার সদর উপজেলার বোড়ামারা মাইজপাড়া গ্রামের আকবর মোল্যার ছেলে। প্রতারক আশরাফুল ইসলামের কাছ থেকে সেনা বাহিনীর সদস্য পরিচয় পত্র ও ম্যানিব্যাগ উদ্ধার করেছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, আশরাফুল ইসলাম বৃহস্পতিবার যশোর শহরের আরবপুর মোড় হতে ক্যান্টনমেন্ট অদূরে জনসাধারণের কাছে নিজেকে সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় ধরা পড়ে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দিয়ে আদালতে সোপর্দ করে।