স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশঃ ২০১৯-০৩-০৭ - ১৭:৪০

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে বিজয় (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একটি ধর্ষণচেষ্টা মামলায় তাকে একই সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী এসব তথ্য জানান।

দণ্ডপ্রাপ্ত বিজয় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমির দিয়াড় সোজনেতলা এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, বিজয় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তার স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ববিতার বাবা কালু মালিথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া ২০১৩ সালের ২৪ মার্চ প্রতবেশী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিজয়ের বিরুদ্ধে মামলা করা হয়। ওই নারী নিজেই বাদী হয়ে থানায় এ মামলা করেন।