পাইকগাছায় কপোতাক্ষের বাঁধ কেটে লবণ পানি তোলার অভিযোগ

প্রকাশঃ ২০২৫-০৩-০১ - ১৯:৩৪

পাইকগাছা : পাইকগাছার চাঁদখালীর বিষ্ণুপুর কপোতাক্ষের বাঁধ কেটে লবণ পানি তােলার চেষ্টার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে বাঁধ কেটে লবণ পানি তোলার চেষ্টা করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। লবণ পানি তোলা হলে এলাকার মৎস্য চাষ ও কৃষি ফসল উৎপাদন ব্যাহত হবে বলে আশংকা করছেন এলাকাবাসী। অপরদিকে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হচ্ছে বলে একটি পক্ষ দাবী করেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুছ মোল্লা জানান, এলাকার একটি মহল কপোতাক্ষের বাঁধ কেটে বিষ্ণুপুর স্লুইচ গেট দিয়ে পোল্ডারের ভিতরে লবণ পানি তোলার পায়তারা করছে। কতিপয় ব্যক্তিরা গত কয়েকদিন রাতের আঁধারে বাঁধ কেটে পানি তোলার চেষ্টা অব্যাহত রেখেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরদার আব্দুল মজিদ বলেন, এলাকার বিলে কৃষকরা মিষ্টি পানির ধান-মাছ চাষ করছে। এতে পরিবেশ সু-রক্ষার পাশাপাশি ধান এবং মাছের উৎপাদন ভালো হচ্ছে। এলাকার বেশিরভাগ মানুষ লবণ পানির বিপক্ষে অবস্থান নেওয়ার পরেও একটি মহল লবণ পানি তোলার ষড়যন্ত্র করছে। তানভীর হোসেন খান ও মনিরুল জোয়াদ্দার বলেন, লবণ পানি তোলা হলে চকবিষ্ণুপুর, বিলহিল্লা, টোনা, কৃষ্ণনগর, কলমিবুনিয়া ও ওড়াবুনিয়া সহ কয়েকটি এলাকার শতশত কৃষক ক্ষতিগ্রস্থ হবে। মারাত্মক বিপর্যয় দেখা দিবে পরিবেশের। বিষ্ণুপুর স্লুইচ গেটটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় এ গেট দিয়ে পানি নিস্কাসন হয় না। তবে জোয়ারের সময় লবণ পানি তোলা যায়। যারা জলাবদ্ধতা নিস্কাসনের কথা বলছে তারা মূলত লবণ পানি তুলতে চায় বলে অভিযোগ করেন গৃহবধু নূরুন্নাহার। এ ব্যাপারে এলাকার একটি পক্ষ জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবী করেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, সংশ্লিষ্ট এলাকায় একটি প্রকল্প দেওয়া হয়েছে তবে রাতের আঁধারে বাঁধ কাটার কথা নয়। সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম বলেন, বিষয়টি ইউএনও মহোদয় অবহিত থাকতে পারে। এ ব্যাপারে আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। এ দিকে কেউ যাতে লবণ পানি তুলতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।