ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ভগবান শ্রী-কৃষ্ণের শুভ জস্মাষ্টমী ও আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক অনুপম মিত্রের সভাপতিত্বে এবং সদস্য সচিব রনজিৎ কুমার বোস বিশুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি ছিলেন জস্মাষ্টমী উদযাপন কমিটি খুলনা জেলা শাখার আহবায়ক রতন কুমার বিত্র, পরিষদের খুলনা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক অজিত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জস্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা শাখার সভাপতি অধ্যাপক গৌতম কুন্ডু, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গেীরহরি দাস, সুশান্ত বৈরাগী, বিশ্বনাথ মন্ডল, অধ্যাপক ফুটলাল দত্ত, চন্দন কুন্ডু, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, সীতা রানী রায়, ইউপি সদস্য বিদ্যুৎ কুমার সুর, বৈদ্যনাথ দত্ত, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, এস রবীন বসু, গৌতম কুমার বিশ্বাস, শিক্ষক চাঁদপদ দাস, টুটুল দে, জয়দেব দত্ত, রাজ কুমার বিশ্বাস লিটু, পলশ দাস, বরুণ কুমার বিশ্বাস, সঞ্জয় দত্ত, প্রভাষক সাগর গোলদার, শিবপদ দাস, দিনেশ বিশ্বাস, শিমুল বৈরাগী, উজ্জল কুমার মন্ডল প্রমুখ। সভায় আগামী ১৬ আগস্ট ভগবান শ্রী-কৃষ্ণের শুভ জস্মাষ্টমী এবং আসন্ন শারদীয় দূর্গোৎসব যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।