ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে ফুলতলা উপজেলার ১২টি স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার পুকুর, খাল এবং উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, খুলনা জেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান, ফুলতলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ তারিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, জেলা সম্প্রসারণ সহকারী মোঃ আনোয়ার হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা কচি খানম, ভবনিন্দ মন্ডল, সোহেল হোসেন, জসিম ফারাজি প্রমুখ উপস্থিত ছিলেন।