ফুলতলায় গণসেবা সংস্থার রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৫-০৯-০১ - ১৯:৫২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সামাজিক সংগঠন গণসেবা সংস্থার উদ্যোগে রবিবার বিকাল ৪টায় শিরোমণি বাজারস্থ সংস্থার কার্যালয়ে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা শিরোনামে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার। ইয়াসমিন আক্তার সাথীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিপুল সাহা, সংস্থার উপদেষ্টা মিনা মুরাদ হোসেন, শেখ আঃ সালাম, এস এম মাসুম বিল্লাহ, মোঃ শরিফুল ইসলাম, লুৎফর রহমান, মরিয়ম খাতুন, ফরিদা ইয়াসমিন, মোঃ মহিবুল্লাহ শেখ, শারমিন আক্তার, বৃষ্টি খাতুন, মোঃ সাগর শেখ, মোঃ সিয়াম, মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার, ৯ম শ্রেণীর ছাত্রী আফরোজা কামাল কোহেলী, ৭ম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কারের সাথে একটি করে গাছের চারা তুলে দেন।