দাকোপে সীমানা পিলার কেনাবেচা চক্রের ২ সদস্য আটক

প্রকাশঃ ২০২৫-১২-০১ - ১৯:৩৫

দাকোপ প্রতিনিধি : দাকোপে ভূয়া সীমানা পিলার কেনা বেচা চক্রের ২ সদস্য আটক হয়েছে। রবিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার খোনা খেয়াঘাট এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে দাকোপ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সীমানা পিলার কেনাবেচার সাথে জড়িত একটি গ্রুপ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রবিবার রাতে পানখালী ইউনিয়নের খোনা খেয়াঘাট নামক এলাকায় জড়ো হয়। এ সময় তাদের মধ্যে ভূয়া পিলার এবং ফটোকপিকৃত কাগজের টাকা বিনিময় হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে সেখানে স্থানীয়রা জড়ো হয়। এক পর্যায়ে দু’জনকে আটক করে দাকোপ থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলেন উপজেলার শ্রীনগর গ্রামের মৃঃ কালাচান গাজীর পুত্র রাশেদ গাজী (৫০) এবং সুতারখালী গ্রামের মনিরুল গাজীর পুত্র মাজেদ গাজী (৩৪)। আটককৃতদের সোমবার ১৫১ ধারায় আদালতে প্রেরন করা হয়েছে।