সাভারে আরও ৭ পোশাককর্মী করোনায় আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৫-০২ - ০০:৩৯

ঢাকা অফিস : সাভারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও সাতজন শনাক্ত হয়েছেন।  তাদের সবাই পোশাক কর্মী।

এ নিয়ে সাভারে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, যাদের আক্রান্তদের অধিকাংশই পোশাক শ্রমিক। যেসব এলাকায় এসব শ্রমিক থাকতেন তাদের অধিকাংশই লকডাউন করে দিয়েছে পুলিশ।

এ অবস্থায় সাভার উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন তিনি