আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চাই -আলী আজগর লবি

প্রকাশঃ ২০২৫-০৯-০৩ - ২০:৩৫
ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বিসিবি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, আগামী ফেব্রুয়ারী মাসে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকলে ঐক্যবন্ধ হয়ে ধানেষ শীষ প্রতীকের প্রাথীকে বিজয়ী করার আহবান জানান। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এলাকার জনগণকে সাথে নিয়ে ফুলতলা-ডুমুরিয়ার বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের সমস্যসহ সকল প্রকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রতি ব্যাক্ত করেন। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
বুধবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতা চত্বরে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরনা, এনামুল হোসেন পারভেজ, অহিদুজ্জামান নান্না, জেলা কৃষক দলের সভাপতি কবির হোসেন, লুৎফর রহমান, মশিউর রহমান বিপ্লব, জামাল হোসেন ভুইয়া, এস এম কামরান হাসান, এমডি আজাদ আমিন, আনিছুর রহমান পলাশ, মোতাহার হোসেন কিরণ, ইব্রাহীম সরদার, আব্দুল হালিম বিশ্বাস, মাহাবুব আলম দীপক, আলমগীর সরদার, আয়ুব হোসেন মোল্যা, শরিফুল ইসলাম মিকু, বকুল ভুইয়া, কবির জমাদ্দার, মাসুদ চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবু, মোঃ টিটো জমাদ্দার, মোঃ ইকবল খান, মাসুদ রানা, মোঃ ইদ্রিস মোল্যা, হালিম শেখ, আঃ রউফ গাজী, মোঃ হালিম সরদার, আনিছুর রহমান রনি, নাসিদুল ইসলাম পরাগ, মোঃ সেলিম হোসেন, মোঃ আলমগীর হোসেন, আঃ রহিম গাজী, মোঃ জাহিদ খান, মোঃ আকবর মোড়ল, তবিবুর রহমান তুহিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, লিটন গাজী,  তোতাউর রহমান, নিক্সন চৌধুরী, খলিল গাজী, মিতা পারভীন, ইয়াসমিন বেগম,  মোঃ জাহিদ হোসেন লাভলু, মুর্শিদা বেগম, হাদি জমাদ্দার, তাইজুল ইসলাম অপু, মোঃ লিটন গাজী, শেখ খলিলুর রহমান, হিরণ সর্দার, শাহীন আজাদ, খলিল গাজী, মোঃ আব্দুর রহমান, সাব্বির রহমান, আইরিন বেগম,আল আমিন সানা, মোঃ সাকিল রানা, তৈহিদুর রহমান সৈকত, আজমল প্রমুখ।  অনুষ্ঠানে নেতাকর্মীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। এর পূর্বে এক র‌্যালী ফুলতলা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এর আগে ফুলতলা বাজারে আলী আজগর লবির পক্ষে লিফলেট বিতরণ করা হয়।