ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ধর্ম মন্ত্রনালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত মনোনীত হওয়ায় ফুলতলার বাণিয়াপুকুর পঠিয়াবান্দা সার্বজনীন মন্দির চত্বরে শনিবার বিকালে উপজেলাবাসির পক্ষ থেকে এক সবংর্ধনা প্রদান করা হয়। মন্দির কমিটির সভাপতি মন্দিন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম সম্পাদক ব্রজেন ঢালী, দেবদাস বিশ্বাস দেবু, প্রভাষক নিলোৎপল মন্ডল নিলয়,প্রভাষ কুমার মন্ডল, অনুপম মিত্র, রনজিৎ বোস, সাংবাদিক তাপস কুমার বিশ্বাস, শিবপদ দাস, বিশ্বনাথ মন্ডল। শিক্ষক বুদ্ধদেব মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক প্রধান শিক্ষক গাজী ফজলুর রহমান, অমরেন্দ্রনাথ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, শিক্ষক পলাশ মন্ডল, শিক্ষক রিপন বৈরাগী, সনজিৎ বসু, হিরো কর, তুহিন মন্ডল, তপু মন্ডল প্রমুখ। পরে প্রধান অতিথি ফুলতলার ভুলাপাতা মন্দির, ফুলতলার শিকিরহাট কালি মন্দির এবং বিজয় কৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন।