ফুলতলায় জুলাই স্মরণে জামায়াতের সমাবেশ ও বিজয় র‌্যালী

প্রকাশঃ ২০২৫-০৮-০৫ - ২৩:২৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১ম বছর পূর্তিতে ফুলতলা উপজেলা জামায়াতের সমাবেশ ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, জেলা ছাত্র শিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হুসাইন আহমদ। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, ছাত্র শিবির সভাপতি আঃ রহিম খাঁন, সেক্রেটারী মোঃ মোজাহিদুল ইসলাম, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিঃ শাব্বির আহমদ, সেক্রেটারী মাওলানা মুস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ আলামিন, জামিরা ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারী মাষ্টার মিজানুর রহমান, জামায়াত নেতা ফ ম আঃ রহমান, মোঃ শাহজাহান মোল্যা, মাওলানা জোবায়ের হোসেন ফাহাদ, গাজী মোঃ নুর ইসলাম বাবুল, যুব নেতা মোঃ হাবিব বিশ্বাস, নূর আলী আকুঞ্জী, মোঃ জুলহাস মোল্যা প্রমুখ। পরে এক গণ মিছিল ফুলতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।