নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। শনিবার (৬ মার্চ) চট্টগ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হচ্ছে মোঃ আব্দুল জব্বার (৩৪) এবং মোঃ সালাম।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ৬ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নগরীর বাকলিয়া ও কোতয়ালী থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মিনিবাস চট্ট মেট্রো. জ ১১-০১০২ এ অভিযান করে ১৭ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী মোঃ আব্দুল জব্বারকে গ্রেপ্তার করে বাকলিয়া থানায় পরিদর্শক এ এস এম মাঈনুদ্দীন কবীর একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপর অভিযানে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা কওে লালু মিয়ার পুত্র মোঃ সালামকে ১৮৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।