দাকোপ প্রতিনিধি : দাকোপে খাদ্য গুদামে চাঁদাদাবীর অভিযোগে এনসিপির দু’নেতাকে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে হেফাজাতে নেয় । তবে দাকোপ থানা পুলিশ জানায় বিষয়টি দু’পক্ষের ভূল বোঝাবুঝি মাত্র।
সোমবার দুপুর ১ টার পর দাকোপ উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক রাহাত সরদার এবং খুলনা জেলা ছাত্র শক্তির সংগঠক সোহেল রানা বাবু মল্লিক দাকোপ উপজেলা খাদ্য গুদামে গিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে এমন অভিযোগে স্থানীয় উত্তেজিত জনতা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন গনমাধ্যম কর্মিসহ শত শত মানুষ সেখানে উপস্থিত হয়। এ সময় খাদ্য গুদামের লেবার সরদার রিয়াজ আলী বলেন, রাহাত সরদার তার কাছে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা নিতে আসলে তার সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় জনতা জড়ো হয়ে খাদ্য গুদাম অফিসে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। তবে অভিযুক্ত রাহাত সরদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নিজের একটি ডিলারশিপের লাইসেন্স থাকায় সে বিষয়ে কথা বলতে এখানে এসেছিলাম। ঘটনার সময় বিক্ষুদ্ধ জনতা খাদ্য গুদাম অফিসের সামনে জড়ো হয়ে চাঁদাদাবীর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজাতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখার সময় সর্বশেষ তথ্য জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক বলেন, বিষয়টি তেমন কিছু না। দু’পক্ষের ভূল বোঝাবুঝির কারনে এমনটা হয়েছিল তবে সেটির সমাধান হয়ে গেছে।