বটিয়াঘাটা প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল দশটায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী গীতিআলোখ্য,চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বেসরকারী সংস্হা কোডেক,উত্তরন,ফিল্ড ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এর সহযোগীতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রায়ের স্বাগত বক্তৃতা এবং সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও থানার প্রতিনিধি এসআই মতিয়ার রহমান।বক্তৃতা করেন ও উপস্হিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, ইউআরসি ইনস্ট্রাক্টর নুসরাত ঝুমুর, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্হাপক দেবু টিকাদার, আবৃত্তিকার অমর বৈরাগী প্রমূখ। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা সুরক্ষা নাগিরিক কমিটি (সুনাম) এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।