পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  মাস্ক বিতরণ

প্রকাশঃ ২০২১-০৯-০৮ - ০২:৪৭
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর স্বস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে এ মাস্ক বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সহকারী শিক্ষা কর্মকর্তা আছাদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও সাংবাদিক ফসিয়ার রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন
সুধীজনদের মাঝে মাস্ক বিতরণ করেন।