নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করেছেন। এছাড়া অপর অভিযানে ১.৫০০ গ্রাম গাজাসহ ১৫ মাদক সেবীকে আটক করেন। এদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। বুধবার (১০ মার্চ) চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন মাদক সেবন কারীকে ১.৫০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট নুরজাহান আক্তার সাথী ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। এছাড়া নিয়মিত মামলায় কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ বশরুজ্জামান চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে যথাক্রমে ইউসুফ এর কন্যা সুমী আক্তার (২৪) এবং মৃত আবুল হোসেনের পুত্র মোঃ মোর্শেদ(২৯) কে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এরা দুইজনে স্বামী-স্ত্রী। অপর দিকে একই টিম কোতোয়ালি থানাধীন স্টেশন রোডস্থ নতুন রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মৃত উলা মিয়ার পুত্র আব্দুর শুক্কুর (৩৪)কে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কোতোয়ালি সার্কেল উপ পরিদর্শক মোঃ ফাহিম রাজু বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।