বিজ্ঞপ্তি : বে-সরকারী সংস্থা উদ্দীপন পিরোজপুর জোনের খুলনা ফুলবাড়ীগেট অঞ্চলের বয়রা শাখার আয়োজনে মুসলিম এইড ইউকে এর অর্থায়নে শহীদ তিতুমীর মাধ্যমিক স্কুল মাঠ প্রঙ্গনে সোমবার বেলা ১১টায় খালিশপুর এলাকার ২১০টি অসহায় পরিবারকে রমাজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উদ্দীপন’র ফুলবাড়ীগেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বাপ্পী কুমার নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র ৯নং ওয়ার্ড কাউন্সিল অপিসের সচিব মোঃ সিরাজুল ইসলাম, শহীদ তিতুমির স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউনুচ আলী, উদ্দীপন পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, সামজিক উন্নয়ন’র এর ব্যবস্থাপক নুরু নাহার সপ্না ও সিও ফাহামিদা আফরোজ, মুসলিম এইড প্রতিনিধি হিসাবে ছিলেন মোঃ ফরিদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ২১০টি অসহায় পরিবারকে ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা ও ১ প্যাকেট নোডুলস বিতরণ করা হয়।