ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ গতকাল বিকালে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান ও ওসি মোঃ জেল্লাল হোসেনের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় উপজেলার ৩৪ টি পূজা মন্দিরের তালিকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার আহবায়ক অনুপম মিত্র, সদস্য সচিব রনজিৎ বোস বিশু, সদস্য গেšরহরি দাস ও বিশ্বনাথ মন্ডল।