কয়রা, প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার শীতার্ত অসহায় ও বাঘ বিধবা নারীদের মাঝে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও উপকূলে বাঘ বিধবাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইনিসিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)।
মঙ্গলবার বিকাল ৩ টায় কয়রার খাঁন সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আমাদী ও বাগালী ইউনিয়নের ৬০ জন বাঘ বিধবা নারীর মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও আইসিডি’র বাস্তবায়নে এ সময় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ,খাঁন সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমাদী ইউনিয়ন আমির মাওঃ মোঃ সাজ্জাদুল ইসলাম, আইসিডির সদস্য মোঃ মনিরুল ইসলাম, রাসেল আহমেদ, নিরাপদ মন্ডা, আমিরুল ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মুসলিমা খাতুন প্রমূখ।