ফুলতলায় ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রকাশঃ ২০২১-১২-১২ - ১৩:২৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন সহকারী আইসিটি প্রোগ্রামার পুষ্পেন্দু দাস। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব শাহিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।