ওব্যাট জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও সংবর্ধনা প্রদান

প্রকাশঃ ২০২৫-০২-১২ - ২২:২৩

খুলনা প্রতিনিধিঃ নগরীর খালিশপুর ওব্যাট জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ ও এসএসসি স্নাতক (এ+) শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নগরীর খালিশপুরের ওব্যাট জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ ও এসএসসি স্নাতক (এ+) শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স ইনকর্পোরেটেড ইউএসএ’র সিইও আনোয়ার খান আকমল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স খুলনা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রজেক্ট ম্যানেজার মাহফুজ আলম, স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাজমূল হক খান, ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান, ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুন নাহার সহ আরও অনেকে।