যৌতুকলোভী স্বামীর নির্যাতন থেকে গৃহবধুর বাঁচার আকুতি

প্রকাশঃ ২০২৫-০৪-১২ - ২০:১১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// স্বামী কর্তৃক যৌতুকের দাবি পূরণ করতে না পারায় পুতুল রানী দাস নামে এক সন্তানের জননীকে শারীরিক নির্যাতন করে ফুলতলার ধোপাখেলা গ্রামস্থ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নির্যাতিতা পুতুল রানী দাস খুলনায় বিজ্ঞ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলতলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ফুলতলার ধোপাখোলা গ্রামের গোবিন্দ দাসের কন্যা পুতুল রানী দাস (২৮) শনিবার বিকালে প্রেসক্লাব ফুলতলায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তৃতায় অভিযোগ করে বলেন, গত ২০২২ সালের ১৯ জুলাই পারিবারিকভাবে বাগেরহাট জেলার ফকিরহাট থানার লকপুর গ্রামের মৃতঃ হরেন দাসের পুত্র দেবাশীষ দাস (৩৫) এর সাথে তার বিয়ে হয়। সাংসারিক জীবনে আমাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান আসে। তাকে নিয়েই আমরা সুখে সংসার করছিলাম। কিন্তু যৌতুকলোভী স্বামী আমাকে ও আমার বাবাকে যৌতুকের দাবিতে চাপ দিতে থাকে। আমার অসহায় দিনমজুর বাবা বিভিন্ন সময়ে তার সাধ্য অনুযায়ী যৌতুকের দাবি আংশিক পুরণ করেন। কিন্তু ২০২৩ সালের ৩০ জুন ব্যবসার প্রয়োজনে ৩ লাখ টাকা দাবি করে। টাকা না দিতে পারলে তিনি তার কাকাতো বোনকে বিয়ে করবে এবং আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়ার হুমকী দিতে থাকে। বিষয়টি আমার প্রতিবেশী দাদা শংকর দাসকে জানালে তিনি সুষ্ঠু বিচার না করে কৌশলে আমার স্বামীর পক্ষ অবলম্বন করেন। তবে স্থানীয় ইউপি সদস্য সাব্বির হোসেন বিষয়টি সমঝোতা করে দেন। এর কিছু দিন পর আমার স্বামী আবারও টাকার জন্য আমাকে মারধর হুমকী ও নির্যাতন শুরু করে। এক পর্যায়ে যৌতুকের দাবিতে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে শিশুপুত্র সন্তানসহ আমাকে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়। শিশু পুত্র নিয়ে দিন মজুর বাবার সংসারে কোন রকম দিনাপাত করে আসছি। কিন্তু তিনি আমার পুত্রের জন্য কোনরূপ ব্যয় নির্বাহ না করে উল্টে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। উপায়ান্ত না পেয়ে গত ২০২৪ সালে ১১ জুন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলতলায় স্বামী দেবাশীষ দাস, উত্তম দাস ও লক্ষ্মী দাসকে আসামী করে মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে উল্টে আমাদের নামে মামলা ও একমাত্র দাদা তুষার দাস বিবিএ ও এমবিএ পাস করে চাকুরির জন্য দ্বারে দ্বারে ঘুরলেও তাকেও মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ দিয়ে হয়রানী চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় যৌতুকলোভী স্বামীর অত্যাচার থেকে আমি ও আমার অসহায় বাবার পরিবারকে রক্ষা করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি।