সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই প্রধান। শিশুর আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসাবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশুর শিক্ষা জীবনের প্রথম ধাপ। মা ও শিক্ষকের সঠিক পর্যবেক্ষন একজন শিশুকে সঠিকভাবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক বিদ্যালয় গুলিতে মা সমাবেশের আয়োজন সন্তানের সঠিক ও সুন্দর ভবিষৎ নির্মানে অনন্য ভূমিকা রাখে। এই কারনেই প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমাসে মা সমাবেশের আয়োজন করা হয়। শ্রেণি ভিত্তিক অথবা সকল শ্রেণির মায়েদের মাসের একটি নিদিষ্ট দিনে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। উক্ত দিনে মায়েদের তার সন্তানের পড়াশুনা ও সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনার মাধ্যমে শিশু শিক্ষার্থীর আচার আচরণ সম্পর্কেও জানা যায়। কোন শিক্ষার্থী কোন নিদিষ্ট কারণে বিদ্যালয়ে আসতে অনাগ্রহ প্রকাশ করলে তার সমাধান করা যায় এছাড়া শিক্ষার্থীর ফলাফলের অগ্রগতি সম্পর্কেও মায়েদের জানানো যায়। শিশুর আশানুরুপ ফলাফল অর্জনে মা তার সন্তানের প্রতি আরো যত্নবান হন সে সম্পর্কে বলা হয়। এছাড়াও মা সমাবেশের মাধ্যমে পরিবারের অন্য অন্য সদস্যদের শিশু সম্পর্কে সচেতন করে কোন ঘাটতি থাকলে তার জন্য নিরাময়মূলক ব্যবস্থা গ্রহনের কথাও বলা হয়। প্রাথমিক বিদ্যলয়ের একজন শিক্ষক হিসাবে আমি আমার বিদ্যালয়ে প্রতিমাসে মা সমাবেশের আয়োজন করে থাকি। আমি মনেকরি মায়েদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে একজন শিক্ষার্থীকে উন্নতির দ্বার প্রান্তে পৌছে দেওয়া সম্ভব। তাই বলা চলে প্রাথমিক শিক্ষায় মা সমাবেশের গুরুত্ব অপরিসীম।
লেখকঃ এইচ এম সাইফ উদ্দীন হামজা
সহকারী শিক্ষক
জুগ্নীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফুলতলা, খুলনা।