খুমেকের সহকারী পরিচালক ডাঃ মিজানের বিরুদ্ধে ফুলতলায় মানববন্ধন

প্রকাশঃ ২০২৫-০৪-১৬ - ২০:৩৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মিজানুর রহমানকে স্যার না বলায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট সোর্সিং কর্মী হুসাইন সরদার (২৮) কে মারপিট করে আহত করেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে ফুলতলার খুলনা-যশোর মহাসড়কে ফুলতলার সচেতন উপজেলাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতা মোতাহার হোসেন কিরণের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা ইব্রাহীম সরদার, খন্দকার তুহিন, রবিউল ইসলাম রবি, তুষার মোল্যা, শরিফুল ইসলাম মিকু, আঃ রউফ গাজী, আনিছুর রহমান রনি, জাহিদুল ইসলাম লাভলু, শাহীন আজাদ প্রমুখ। এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ডাক্তার মিজানুর রহমানের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, মেডিকেল টেষ্টে অতিরিক্ত ফিস আদায়,অপ্রয়োজনীয় টেস্ট ও ঔষধ লেখা, রোগীদের সাথে দুর্ব্যবহার এবং হাসপাতাল কর্মচারী হুসাইন সরদারকে মারপিটের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রসঙ্গতঃ গত রোববার সকাল সোয়া ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতলের সহকারী পরিচালক ডাঃ মিজানুর রহমান অযাচিতভাবে ১০/১৫ জন বহিরাগত লোক নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। এ সময় ডাঃ মিজানুর রহমান হাসপাতালের কর্মচারী মোঃ হুসাইন সরদার তাকে স্যার না বলায় ক্ষুব্ধ হয়ে মারপিট এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় পালের সাথে অশোভন আচরণ করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনার সিভিল সার্জন. ইউএনও ও ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হুসাইনের পিতা মোঃ শাহীন পারভেজ ফুলতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা বলেন, আমি অফিস কক্ষে প্র্রবেশ করে দেখি ডাঃ মিজানুর রহমান ১০/১৫ জন লোক নিয়ে আমার কক্ষে অবস্থান করছেন। এ সময় তিনি আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় পাল ও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বার বার চেয়ার থেকে উঠে উত্তেজিত ভাষায় দেখে নেওয়ার হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিক আমার উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছি।
মানবনন্ধনে বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিষয়টি অস্বীকার করে ডাঃ মিজানুর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আভ্যন্তরীন বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করছে। আমি সুনামের সাথে দীর্ঘদিন ধরে ফুলতলাবাসীর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।