খুলনায় শিশু অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি

প্রকাশঃ ২০২৫-০২-১৭ - ২২:০৬

অপহৃত শিশু উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেফতার

নিউজ ডেস্ক : খুলনায় অপহরণকারীদের কাছ থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার ও ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জানান, গত রবিবার বিকেলে দিঘলিয়া উপজেলার হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শিশুটিকে অপহরণ করা হয়। মোবাইল ফোনে গেমস খেলার কথা বলে অপহরণকারীরা তাকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে স্কুল মাঠের ভেতরে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর অপহরণকারীরা অপহৃত শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী আহাদ মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার বারাকপুর ও আশপাশ এলাকা থেকে পুলিশ তার সহযোগী ৪ অপহরণকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃরা হচ্ছে, আহাদ মোল্লা (১৯), মো. আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী (২২), ফয়সাল শেখ ও মো. হাসিব শেখ (২৪) । গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।