বটিয়াঘাটায় গৃহবধূর চেইন ছিনতাই

প্রকাশঃ ২০২৫-০৩-১৭ - ২২:০৫

বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া গ্রামের খৈয়েতলা নামক স্থানে সোমবার বিকেলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মটর সাইকেলযোগে দুইজন দুর্বৃত্ত এক গৃহবধুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বটিয়াঘাটা বাজারের অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা সুভাষ মন্ডলের স্ত্রী কনিকা মন্ডল ভ্যানে চড়ে তার ননদের বাড়ি যাচ্ছিলেন। ঘটনা স্থলে পৌঁছে তিনি ভ্যান থেকে নামার সাথে সাথে পিছন থেকে আসা দুর্বৃত্তরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে কানের দুল নেয়ার চেষ্টা করলে গৃহবধুর সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা মটরসাইকেল দ্রুত চালিয়ে পশ্চিম দিকে বারআড়িয়ামুখি চলে যায়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, ভুক্তভোগীরা কোন প্রকার অভিযোগ করেনি। তারপরেও পুলিশের উদ্যোগে অভিযান অব্যাহত আছে। দ্রুত দুর্বৃত্তরা আইনের আওতায় আসবে।