খুলনা প্রতিনিধি: খুলনার হরিণটানা থানাধীন মিরেরডাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে একজন মাদক কারবারীকে আটক করেছে খুলনা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে গ্রেফতারকৃত আসামীর বাড়ি তল্লাশি করে চার হাজার সাতশত পচাশি পিচ ইয়াবা, তেইশ বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাজা এবং নগদ চার লক্ষ বাইশ হাজার আটশত টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক দুইটায় নগরীর মিরেরডাংগা এলাকা থেকে মাদক ব্যবসায়ী গালিব হাসান খানকে (৩৮) খুলনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল পরিদর্শক আব্দুর রহমান।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গালিব হাসান খান মীরেরডাঙ্গা এলাকার খান আছাফুর রহমানের পুত্র। গালিব হাসান খান একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করছিলো। বিগত দিনে সে আওয়ামীলীগের শেল্টারে মাদক ব্যবসা চালিয়েছে। সরকার পতনের পর থেকে সে গা ঢাকা দিয়ে ছিলো। কিন্তু তার লোকজন মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার (১৮ ই ফেব্রুয়ারী) দুপুরে গালিবকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে চার হাজার সাতশত পচাশি পিচ ইয়াবা, তেইশ বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাজা এবং নগদ চার লক্ষ বাইশ হাজার আটশত টাকা উদ্ধার করা হয়।
খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমান বলেন, গালিব হাসান খান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অভিযানের সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে।
খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিচালক মিজানুর রহমান বলেন, গালিব হাসান খান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছিলো। সে অনেক চতুর প্রকৃতির হওয়ায় ধরা ছোয়ার বাইরে ছিলো। তবে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে।