দাকোপ প্রতিনিধি : দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর রেজিলিয়েন্ট ইনস্টিটিউশন ফর স্কেলিং আপ এমপাওয়ারমেন্ট (রাইজ) প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিক রিলিফ লন্ডন, ইউকে’র অর্থায়নে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। লিডার্স ডিরেক্টর ফিন্যান্স এন্ড অশারেশন পিন্টু কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন রাইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শারমিন আরা লিনা। প্রকল্পের প্রজেক্ট অফিসার বদরুন্নেসা মিলির পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফার হোসেন, বানিশান্তা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান এনায়েত আলী শরীফ, লাউডোব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিপিকা মন্ডল, আশার প্রদীপ এজিও পরিচালক পরিতোষ মৃধা, উন্নয়ন কর্মী সোহেল মাহমুদ শোয়েব, আলোসিয়াস গাইন, প্রকল্পের মাঠ কর্মী স্বর্না মন্ডল ও মানবিতা বিশ্বাস প্রমুখ। অবতিকরণ সভায় বক্তরা বলেন, রাইজ প্রকল্পের মাধ্যমে দাকোপ উপজেলার বানিশান্তা ও লাউডোপ ইউনিয়নে জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগনের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখা এবং লক্ষিত উপকারভোগীদের জলবায়ু সহনশীল জীবিকায়ন উন্নতি করা মূল লক্ষ।