ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ হাস্যকর : জাহিদুল ইসলাম

প্রকাশঃ ২০২৫-০২-২০ - ১৫:৩৬

ডেস্ক নিউজ : বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের করা অভিযোগ হাস্যকর ছাড়া কিছু নয়। আমরা সংঘাতের রাজনীতি করি না। ছাত্রশিবির কখনো সাধারন ছাত্রদের ওপর নিজেদের মত চাপিয়ে দেয় না। সংঘাতের রাজনীতি আমরা চাই না।
আজ বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে বারোটায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কুয়েটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কুয়েট সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা কোন সিদ্ধান্ত গ্রহণ করি নাই। ছাত্র শিবিরের কাজ জমি দখল, রামদা নিয়ে ঘোরা না। আমরা ছাত্রদের পালস বুঝার চেষ্টা করছি। ছাত্রশিবির শিক্ষার্থীদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় না।
তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা ১৩২ টি ইউনিটের কমিটি দিতে সফল হয়েছি। ছাত্রশিবির কখনো সংঘাতে জড়ায় না।
এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।