ফুলতলার দক্ষিণডিহিতে লোকমেলার স্টল বরাদ্দ ইউএনও‘র কার্যালয়ে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণদিহিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিনদিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে ৮ মে ২০২৩ (২৫ শে বৈশাখ) থেকে ১০ মে ২০২৩ (২৭ শে বৈশাখ) পর্যন্ত।

ফুলতলাউপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বলেন, লোকজ মেলায় স্টল বরাদ্দ নেয়ার জন্য আগ্রহীদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ফুলতলা খুলনায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইলঃ 01713228731

ফুলতলায় মানবিক সাহায্যের আবেদন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামের লোকমান মোড়লের পুত্র মোঃ মাসুদুর রহমানের স্ত্রী মোসাঃ কেয়া খাতুন (২৫) গুরুতর অসুস্থ্য। তার হার্ট এর সমস্য ও শরীরের একটি বাল্ব নষ্ট হয়েছে। বর্তমানে তিনি খুলনার শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার পরামর্শ দিয়েছেন।

এদিকে দরিদ্র মোঃ মাসুদুর রহমান বলেন, আমার ১০ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। আমি বেসরকারী একটি কোম্পানীতে মাত্র ৭ হাজার টাকায় চাকুরী করি। ইতোমধ্যে আমার স্ত্রীকে চিকিৎসা করতে প্রচুর টাকা ব্যয় হয়েছে। বর্তমানে আমি সর্বশান্ত। আমি দেশের সর্বোস্তরের লোকের সাহায্য দাবি করি। আমার শিশু কন্যার মুখের দিকে চেয়ে আমি আর সহ্য করতে পারছিনা। তাই সকলের দোয়া ও সহযোগিতা চাই। যদি কেউ স্বেচ্ছায় আমাকে সাহায্য করতে চায় তাহলে আমার বিকাশ নম্বর-০১৯২১-২৮৩৪৭১। অপরদিকে জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাসুদুর রহমান একজন দরিদ্র মানুষ। তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা দরকার। তাই সকলকে সাহায্যের অনুরোধ জানান।