হিন্দু মহাজোট ফুলতলা উপজেলা কমিটি গঠন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণ নন্দী ও সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ডু কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফুলতলা উপজেলা শাখায় প্রফুল্ল কুমার চক্রবর্তীকে সভাপতি ও প্রসেনজিত কর (হিরো) কে সাধারণ সম্পাদক এবং রাহুল মিত্রকে সাংগঠনিক সম্পাদক করে ১২৪ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন নির্বাহী সভাপতি বিশ^নাথ ঘোষ, সিনিয়র সহ-সভাপতি পিন্টু স্বর, সহ-সভাপতি পদে রামপ্রসাদ সিংহ, চিত্তরঞ্জন মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, সমীর চৌধুরী, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, সিনিয়র যুগ্ন সম্পাদক কৃষ্ণ কুমার খাঁ, যুগ্ন সম্পাদক খোকন কুমার সেন, সমর কুমার দে, শেখর কুমার সুর, মনোজ মন্ডল, মলয় কুমার দত্ত, অর্থ বিষয়ক সম্পাদক অঞ্জন কুমার রাহা, প্রচার সম্পাদক সৌরভ সেন, মহিলা বিষয়ক সম্পাদক কৃষ্ণা সেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ অনিমেষ কুন্ডু, ধর্ম ও মঠ বিষয়ক সম্পাদক বিজয় কৃষ্ণ হালদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক তাপস কুমার বিশ্বাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক স্বপন কর, প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোকুল চন্দ্র বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক অভিজিৎ সেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অনুরুদ্ধ ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক পরশ কুমার দাস। এ ছাড়া সহসম্পাদক মন্ডলীসহ ৫২ জন সাধারণ সদস্য সমন্বয়ে কমিটি অনুমোদন দেয়া হয়।

নব নির্বাচিত হিন্দু মহাজোটের প্রতিনিধিগণ খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণ নন্দী ও সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ডুকে অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

শাহ সিমেন্ট দামোদর হাই স্কুল সংলগ্ন রাস্তা ব্যক্তিস্বার্থে ব্যবহারের পায়তারা ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় শাহ সিমেন্ট কর্তৃক দামোদর মাধ্যমিক বিদ্যালয়ের দুই ভবনের মধ্যবর্তী গ্রামীন রাস্তাটি ব্যক্তিস্বার্থে ব্যবহারের পায়তারা শুরু করেছে। এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় এলাকাবাসীর সাথে তিনি মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, দামোদর হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফুল্ল কুমার চক্রবর্ত্তী, সহকারী প্রধান শিক্ষক জামান সরদার, জয়দেব সেন, সুব্রত বিশ্বাস, নূর হোসেন, সৈয়দ তুরান, নির্মল রায়, আকবর গাজী, সলিমুল্লাহ খান, আ: কুদ্দুস মোল্যা, কল্যাণ সাহা, শ্যামল ঘোষ, আশরাফ সরদার, ফেরদৌস হোসেন বেলু প্রমুখ।

উল্লেখ্যঃ শাহ সিমেন্ট কোম্পানী ইতি পূর্বে স্কুলের মধ্যবর্ত্তী রাস্তাটি ব্যবহারের পায়তারা শুরু করলে এলাকাবাসী এবং জনপ্রতিনিধিদের আপত্তি ও প্রতিবাদের মুখে তখন কার্যক্রমটি বন্ধ রাখে। সে সময় তারা পথের বাজার থেকে শাহ সিমেন্ট পর্যন্ত রাস্তাটি ব্যবহারের উদ্যোগ নিয়েছিল। কিছুদিন নিরব থেকে পুনরায় দামোদর হাই স্কুল সংলগ্ন রাস্তা প্রশস্ত করে ভারী যানবাহন চলাচলের পায়তারা শুরু করেছে। যেটি বাস্তবায়িত হলে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানে ব্যাঘাত ঘটবে। এছাড়া সিমেন্ট বোঝাই ভারী যানবাহনের ধুলা ময়লায় শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়বে। যে কারণে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী উদ্বিগ্নœ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে দামোদর হাই স্কুল অংশের রাস্তার কাজ বন্ধের আবেদন জানান।