কেশবপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

রাজীব চৌধুরী, কেশবপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় পর্যায়ে উদ্বোধনকৃত “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে ৭ দিনব্যাপী সারা দেশে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ চলবে।তারই ধারাবাহিকতায় যশোর জেলার কেশবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ শে মে ২০২৩ খ্রিঃ,রোজ সোমবার কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে সোমবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন কেশবপুর উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের পরে একটি র‌্যালি বের হয়।

আওয়ামী লীগ অবাধ তথ্য প্রবাহে এবং সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে : খালেক

খুলনা : মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ অবাধ তথ্য প্রবাহে এবং সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারণেই আজ মুক্ত তথ্য প্রবাহের যুগে সামাজিক মিডিয়া, অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়াসহ টুইটার ব্যবহারের মাধ্যমে মানুষ আজ দেশ বিদেশের নানা তথ্য মুহুর্তের মধ্যেই জানতে পারছে। আবার কুচক্রীরা এই সকল গণমাধ্যমকে যথেচ্ছা ব্যবহার করে ব্যক্তি থেকে দেশ ও জাতির সম্মান ক্ষুন্ন করছে। তারা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। এর থেকে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা বিরোধীরা অপপ্রচারে অত্যন্ত তৎপর। সেদিকে সকলকে সর্তক থাকতে হবে। কেউ অপপ্রচার করলে সাথে-সাথে তার বিরুদ্ধে সঠিক জবাব দিয়ে তাদের মুখে চুনকালি দিয়ে দিতে হবে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় স্বাধীনতা সাংবাদিক নির্বাচনী প্রচারণা কমিটির সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সাংবাদিক নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মোহাম্মদ আলী সনি, মামুন রেজা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান রিয়াজ, শেখ মো. সেলিম, এস এম ফরিদ রানা, দিলীপ বর্মন, মাহমুদ সোহেল, তৌহিদুল ইসলাম তুহিন, আব্দুল হামিদ, উত্তম সরকার, রিংটন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

পরে তিনি দলীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং দৌলতপুরে পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।