ফুলতলায় মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৫-০২-২৩ - ১৯:৪৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ‎রুপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে স্কুল পর্যায়ে প্রচারাভিযান ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার সকালে অনুষ্ঠিত হয়। আশ্বস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এই প্রচারাভিযানের উদ্দেশ্য। কর্মসূচীর শুরুতে ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মোল্যা শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। সবর্দা মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্য করতে শিক্ষার্থীরা শপথ করেন। শপথে মানব পাচারের শিকার নারী-পুরুষদের সম্মান, মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সদা সচেষ্ট থাকার বিশয়েও শপথ নেয়া হয়। অনুষ্ঠানে ডক্যুমেন্টারি ভিডিও ও জেলা মানব পাচার রোধে সক্রিয় কর্মীদের দ্বারা নির্মিত নাটক ‘স্বপ্ন’ উপস্থাপিত হয়।

নাট্য প্রদর্শনী শেষে প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মোল্যা। সহকারি শিক্ষক মোঃ আলম মোল্যা, রিপন কুমার মন্ডল ও মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে বিজয়ী ইমাম হাসান, হুসাইন, আবীদ, নাদীরা, ফারহা,সুইটি, উর্মী, শাপলা ও তারিনে হাতে পুরস্কার প্রদান করা হয়।