ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির প্রথম সভা সোমবার বিকালে ফুলতলা ইউনিয়ন বিএনপি ও সার্চ কমিটি নেতা শেখ নওশাদ হোসেন লালুর সভাপতিত্বে বেজেরডাঙ্গা বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়। সভায় সার্চ কমিটির সদস্য ও বিএনপি নেতা শেখ বকতিয়ার হোসেন, শেখ গোলাম মোস্তফা, মোঃ মহাসিন মোল্যা, মোঃ সেলিম হোসেন, নাসিদুল বারী পরাগ, মোল্যা আয়ুব হোসেন, এস এম মাসুদ করিম, সিরাজুল ইসলাম মিন্টু, তোতাউর রহমান, হাফিজুর রহমান, মোতাহার হোসেন মারিন, কাজী জাকারিয়া প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সভায় নেতৃবৃন্দ খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুজ্জামান বাবুল ও জেলা বিএনপি নেতা এস এ রহমান বাবুলকে অভিনন্দন এবং তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী করার আহবান জানানো হয়। এয়াড়াও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছে এবং বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুর বড় ভাই মোহাম্মদ হোসেনের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।