দামোদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সভা

প্রকাশঃ ২০২৫-০৬-২৩ - ২৩:৫১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// দামোদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির প্রথম সভা সোমবার বিকালে দামোদর ইউনিয়ন বিএনপি ও সার্চ কমিটি নেতা জামাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে ফুলতলা বাজারে দামোদর ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্চ কমিটির সদস্য ও বিএনপি নেতা মোমিন শেখ, মহিউদ্দিন শেখ, কামরুজ্জামান খান, অনুপম মিত্র, মনিরুল ইসলাম, আফতাব উদ্দিন খান বিদ্যুৎ, নাজমুল দপ্তরী, তরিকুল ইসলাম, মেহেদী হাসান শিপলু, আকতারুজ্জামান কচি, কায়েস সরদার, আসাদুজ্জামান জুয়েল প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সভায় নেতৃবৃন্দ খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুজ্জামান বাবুল ও জেলা বিএনপি নেতা এস এ রহমান বাবুলকে অভিনন্দন এবং তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী করার আহবান জানানো হয়।